ইচ্ছে গুলো মেললে ডানা;
উড়তে পারা কঠিন বড়?
মন বোঝে না! মন বোঝে না?
বাঁচার রসদ জোগাড় করা!
মরে বেঁচে থাকার সামিল?
কেউ কি জানে! কেউ জানে না?


সোনার চামচ মুখে নিয়ে;
যখন তখন যা খুশি মন,
চুষতে চুষতে বাড়ছে তারা।
আমার বাবার নেই তো সে সব!
কাল কি হবে ভেবেই সারা!
সংসার টা? সোনার হাসি, সোনায় মোড়া।


বাঁচার তরে এ দে হটি;
কেবল যদি নাদুস নুদুস!
আহা বাহা বাপরে মারে।
দাম কি থাকে শরীর খানার!
বাপের ঘাড়ে ভর করে তাই;
কেবল শুধু; বেঁচে মরা।


ইচ্ছে গুলো মেললে ডানা;
বড়ই সহজ উড়তে পারা;
ইচ্ছে গুলো মনের মাঝে;
ঠিক যদি সে গোঁজে মাথা;
জন্ম না হোক সোনার চামচ!
সহজ অনেক; সোনার চামচ মুখে ধরা।