দাঁড়ানোর মাটি খান           ঝুরঝুরে,
ছাত ফুটো                      ঘর ভরে রোদ্দুরে।
পেট আছে;                     পেটে আছে শুধু টান!
ধুকধুক                          ধুকপুক চলে প্রাণ।
খাটিয়ায় সঙ্গী                   বুড়োটার;
ছেলেটার                       নেই কোনো রোজগার!
চাকরির খোঁজে ঘোরে         বারবার।
আছে আশা।                        আছে প্রাণ মজ্জায়।
সব কিছু শেষ আজ              বিদ্যায়?
ছেড়ে গেছে প্রাণ তার।          ওর মার।
পেটে টান!                      জোটে নিকো ডাক্তার!
ছাত ফুটো-                     ঢেকে যায় জ্যোৎস্নায়;
আশা আছে, আশা আছে      বাঁচা তাই।
জুটবে কি একখান চাকরি      ছেলেটার?
পুরবে কি আশা তার-              মরা মার!
শুয়ে শুয়ে ভাবনা;                  ছেলেটার।
আশা বাঁচে বুড়ো বাঁচে            ঘরে তার।
পেট জ্বলে তবু আশা             খাটিয়ায় বুড়োটার।