টেকা মাটি , মাটি টেকা---


টেকা ছাড়া না পাবে মাটি;
না পাবে ভাই আগুন।
টেকা না থাকলে ট্যাঁকে-
তুমি যে নির্গুণ।
তাই জি--ও টেকা।


জিও টেকা।
টেকা দিয়ে চিনি মানুষ,
মাটি দিয়ে না।
টেকা ফাঁকা হলে তুমি!
কিছু ই জোটে না।
তাই টেকা ধর্ম।


টেকা ধর্ম টেকা কর্ম টেকা জীবন সার,
না থাকলে ট্যাঁকে টেকা সকলি অসার।
তাই টেকায় মান।


মান- সম্মান সব ই জোটে থাকলে টেকা ট্যাঁকে;
ভালো মন্দ সকল কাজে মানুষ তাকেই ডাকে।
ও ভাই টেকাই জীবন।


টেকা ছাড়া জীবন অচল, হবে যে স্থবির।
টেকা বিহীন চিত্ত তব না হবে ভাই স্থির।


ভুল ধারণা।


ও বাবু , ও দিদি ভাই?
টেকা মাটি মাটি টেকা গুনীজনে কয় ;
শুনলে কথা নির্বোধের জীবন বিষময়।
তা---ই ?


তাই------
বিনয়ী আর ভদ্র হয়ে ,
ভাল বাসো গরীব দুঃখী।
অহং ছেড়ে পরের কাজে;
জীবন কর সুখী।
যাবে না তো সঙ্গে টেকা শেষ যাত্রায় ভাই ;
ধরম করম থাকবে ধরায় খুশী হবে তাই।
থাকলে টেকা কাজ কর ভাই মানবকল্যাণে
দেহ গেলে ও কাজকর্ম রাখবে সবাই মনে।
           *** ***                     *** ***