তোমার জন্যে....................


একমুঠো রোদ ঘরে,
চাই আনতে ধরে।
শুধু তোমার জন্যেই করি,
কিছুতেই না পারি।


মুঠো করে ধরে আনি,
দেখি, ঘরে ছায়া-খানি।
রোদ না ঘরে আসে
আনতে গেলেই হারায় কোথায় যে!


রাস্তা খুঁজে দেখি,
একমুঠো রোদ কোথাও নেই;
রাস্তা জুড়েই আছে পড়ে,
রাগ করেছে সে কি?


রাস্তায় তার বাড়ি,
ঘরের ভিতর আড়ি;
তোমার মতোই সে,
ঘরে কভু না আসে।
ফাঁকি দিয়েই ফাঁকি মারে
শেখা লো কি সে তোমারে?


ভুলটা আমিই করি
ক্ষমতা নেই আ মারি;
আসবে না কো আমার ঘরে,
কি করে রাখি ধরি?