বেড়ে উঠেছি,
করেছি খেলা।           তোর্ সাথে।


একই স্কুল,
ছোট্ট বেলা।               তোর্ সাথে।


স্কুল আলাদা-
লজ্জা বাড়ে;               তোর্ সাথে।


একটু বড়,
মনটা কাড়ে!               তোর্ তরে।


লুকিয়ে দেখা,
একটু ছোঁওয়া।             তোর্ পরে।


এবার কলেজ,
এক ক্লাসে।
চোখের তারায়,
স্বপন ভাসে।                তোর্ তরে।


কলেজ শেষ।
তুই আলাদা।
শুধু শুধুই,
মুখ আসে।                   তোর্ তরে।


হারিয়ে গেল।
ছেলে বেলা।


যায় হারিয়ে,
মেয়ে বেলা।


হারিয়ে গেল
সকল খেলা।


শরীর প্রাণে
আগুন জ্বলে।                তোর্ তরে।


হারিয়ে গেলি?
কার বুকে!
হারিয়ে গেলি,
কার ঘরে!


শরীর প্রাণে।
আগুন জ্বলে।                 তোর্ তরে।