দাঁড়াইল দ্বারে সন্ন্যাসী আসি;
মাগি ভিক্ষা, চাল দুই মুঠি।
ত্বরিত শিহরণ বহি চলে স্রোত;
ঠাণ্ডা রুধীর ; দেখি চেয়ে আঁখি দুটি।


এক আছে সব--, যা ছিল কাল;
সেই ভাষা সেই চোখ সব।
বুঝতে পারিনি আছে সে হৃদয়!
না কি ভুল;  সব শুধু অনুভব।


ক্ষন কাল পর, ফিরিল সম্বিত;
বুকে বল ধরে বলি তারে।
কোথা ছিলে এতদিন তুমি,
কি ভেবে দাঁড়ালে দ্বারে!


ধীর গতি পায় আসিল নিকটে;
নাদান সে মন উতলা।
বলে মৃদু হেসে আমি ভোলানাথ;
এসেছি বলতে সেই না কথা বলা!


মোর ভোলানাথ ভুলে নিকো মোরে;
এতদিন পর দাঁড়িয়েছে দ্বারে!
যমদূত হয়ে এসেছেন তিনি ;
এবার যেতে হবে সেই পারে।