তোর মিষ্টি চোখের দৃষ্টি খানা;
হৃদয় বীণায় সুর তোলে।
উষসী ঐ ঠোঁটের ভাষা,
কি আমি তা, যাই ভুলে!
ক্ষ নিক দেখা ফোটো ফ্রেমে;
অনেক চেনা যায় যে থেমে!
আবার কোথাও যায় হারিয়ে;
আমার আমি ধাই নেমে।


ভালো থাকিস, থাকিস যেথায়;
কি আর হবে বাড়িয়ে কথা!
মনের বুকে একটু রাখিস,
দুর হবে মোর নীরব ব্যথা।
কেউ না জানুক তুই ছাড়া,
থাকি আমি তো-র সনে।
মিষ্টি করে জড়িয়ে ধরিস;
থাকি আমি আন মনে!


দিনের শেষে ক্লান্তি যখন;
আসবে নেমে তোর পরে!
গভীর বুকে আঁকি-স চুমা;
প্রিয় যখন পাশ ফিরে!
মনের মিলন মনে মনে;
জীবন উঠুক গান গেয়ে।
সব খুলে দে প্রাণ ভরিয়ে,
দুই আমি আজ যাক ধেয়ে।