ভালোবাসি



হেমন্তের সন্ধ্যায় ঝরে গেছ;
শিশিরের গন্ধ গায়ে মেখে,
ফিরে আসা হেমন্তের ডাকে-
সকলে এসেছে ফিরে;
অশোক কামিনী শিউলি নিজ সুবাসের বেশে,
ফিরেছে নবান্নের গন্ধ চারিদিকে।
তুমি শুধু আসিলে না ফিরে!
তবু বসে থাকি প্রতীক্ষায়,
গাছের পাতা ঝরা খসখস শব্দে
ঘুম ভাঙ্গে, ভাবি তুমি এসে গেছ!
ভাবি পাশে আছ; শুধু স্পর্শের নেই অনুভূতি-
বকাণ্ডপ্রত্যাশা নিয়ে অপলক চেয়ে থাকি,
যা কিছু আমানত সব রেখে গেছ,
করে গেছ ঋণী; সেই প্রভাতের চুম্বন,
সেই ঐশিক বাণী প্রভাতের 'ভালোবাসি'