আঁধার আমার ভালো লাগে
আঁধার আমার বসা বাস।
আঁধারের নিঃশব্দতা অতি প্রিয়
আঁধারে আমার বসত ঘর।


আলো আমার চোখের ধাধা
আলো আমার গলার কাটা।
আলোতে আমার নেই সুখ
আলোতে খুঁজে পাইনি কারো মুখ।


আঁধার আলো, আলো আঁধার
এটা আমাদের জীবন চরিত্রের ভাস্কর্য।
চোখ বুজলে আঁধার নামে
চোখ খুলে আলো দেখে।


আলো আঁধার, আঁধার আলো
পৃথিবীতে কিছু নেই।
সবই আমার চোখের খেলা
বুঝতে আর বাকি নেই।