নীরব ব্যাধি ছড়িয়ে যাচ্ছে
মহামারীর মতো,
কচি মনে পড়ছে প্রভাব
মাথা হচ্ছে নত।


হারিয়ে যাচ্ছে বিবেক বুদ্ধি
হারিয়ে যাচ্ছে মেধা,
কীসের লোভে আজকে ওরা
সাঝছে সবাই ক্রেতা?


দিনের পরে রাত্রি গড়ায়
হাড় খাঁটুনি শ্রম
বছর শেষে "ফাঁস" শুনে হায়
পণ্ড হলো শ্রম।


ডিজিটালের ছোঁয়া লেগে
মেধা হচ্ছে নষ্ট,
আগামী দিন নয় সোনালী
সবাই পথভ্রষ্ট।


=================
========****======
২৫/১১/২০১৪ খ্রীস্টাব্দ