মাটির গুনে গুনান্বিত
হইলিনারে মন,
কেমন করে মাটির গৃহে
কাটাবি জীবন।


দম্ভ করে হাটলি ভবে
জনম করলে পার,
ভবের মায়া ছেড়ে যাবি
কেউ পাবেনা আর।


যে দেহটায় রূপের যৌবন
ছিল ভবের ধোঁকা,
এতো সুন্দর দেহখানি
খাবে মাটির পোকা।


বড়াই করে দিসনারে মন
সময় করে পার
মরণ নামের জমের দুত
দিবে নাতো ছাড়।


প্রভুর ডাকে মাটির সাথে
দেসনা কপাল ছুই,
শান্তি পাবে মাটির গৃহে
থাকবি যখন শুই।


কপাল পোড়া কাওছার বসে
একা একা কাঁদে,
মরণ কালে কে যাবেরে
সঙ্গী হয়ে সাথে।