ফুটপাতে যার জীবন শুরু
ফুটপাতে যার রান্না,
কেমন করে কাটায় জীবন
কে শুনিবে কান্না।


কেমন তাদের বিলাসিতা
কেমন তাদের মন,
কেমন করে নিদ্রা কাটে
সারাটি জীবন?


কালবোশেখী ঝড়তুফানে
কাটায় নিশি দিন
শীতের রাতে হিমেল হাওয়া
কষ্ট সীমাহীন।।।


ক্ষুধার জালায় টোকায় ওরা
ডাস্টবিনেতে অন্ন
জীবন নামের যুদ্ধ মাঠে
একটু বাঁচার জন্য।


উপোস থাকে অনাহারে
পায় না খেতে ভাত,
ঘুম আসেনা ক্ষুধার জ্বালায়
কেমনে কাটায় রাত?


অনাহারে অর্ধাহারে
হাড় হয়ে যায় উচু
দিনের পরে দিন চলে যায়
পিঠ বেঁকে হয় কুঁজু।