লাখো তারার ভিড়ে তুমি
পূর্ণিমার এক চাঁদ,
জীবন তরী পাড়ি দেবো
হাতে রেখে হাত।


কল্পরাণী তুমি আমার
রূপসাগরের ঢেউ,
হৃদ মাজারে ঘর বেঁধেছো
আসবে না আর কেউ।


বুকের কাছে মাথা রেখে
সোহাগ ভরা মন,
চুপিসারে বলবো কথা
একাকী দুজন।


রূপের রাণী ওগো তুমি
কল্পনার সেই হুর,
তোমার পরশ পেয়ে আমার
দুঃখ হবে দূর।


প্রেমের শরাব দাওগো ঢেলে
মেহদি রাঙা হাতে,
বুকের মাঝে নাও জড়িয়ে
সকাল দুপুর রাতে।


&&&&&&&&&&&&&&&&&&
ত্রিশ সেপ্টেম্বর ২০১৬ তা.....