গভীর রাত পাশে নাই কারো হাত।
জোনাকির আলো জ্বলছে ক্ষীণ, উদাস এই রাত।
বাতাসে মদের ঘ্রাণ, পথ হারা নাবিক-দিন কত দূর!
ধীরে ধীরে গুটি গুটি কিংবা খুব দ্রুত ধরে সূর,
জিরোবার সময় কোথায়! নাকি কোন দিন
কোন দিন ঘরে তোলা হবে না কি অঘ্রাণের ধান!
কৃষক পাবেনা তার মান! শান্তির সাধ, আহ্লাদ।


পৌষের কুয়াশায় দেবে যায়
অস্তগামী সূর্য। ঢেকে যায়, মিশে যায়।
কোন সে ব্যাথায় পৌষের শীতে
প্যাঁচা ঢাকে এই  রাতে?
তাহার সাথে জাগিয়া আছে দিব্যি
বিরহে মলিন এই প্রেমিক কবি।


জাগিবার সাধ
বেড়েছে অগাধ,
বাধাহীন সিন্ধু।


পাহারা-রত, কত কোটি নক্ষত্র জ্বালিয়ে আশার পিদিম
বলে যায় আমায় হতাশ হয়ো-না, জ্বালাও আলোর পিদিম।
আর আমরা যারা মধ্যবিত্ত, আমাদের নাই আদিত্য।
নক্ষত্র নক্ষত্র বিস্ফোরণের মতই আমাদের সত্য
আমাদের আশা প্রিয়তমার পবিত্র ভালোবাসা
হারায়ে যায়। নিভে যায় আশা, হতাশায়।