সখের জিনিস না পেলে পরে কষ্ট পায় সব লোকে,
সখের জিনিস হারালে পরে কপোল ভাসে ব্যথা শোকে।
সখের পুতুল না পাইলে পরে শিশুরা ও ভাই কাঁদে,
সখের পুতুল হারালে পরে ছোট্ট বুকটা ও ফাটে।


“মনিরার” হাঁস মরাতে কাদে নাই, কাকে যেন বকেছে,
দুগ্ধ গাভী মরাতে ও না, আপসোসে ভাগ্য কে দুষেছে।
মিথ্যা বলায় বকুনি শত শুনেছে মায়ের, তবু ও না।


“মনিরা” এখন রোজ কাঁদে আপসোস তো আর করে না,
আকাশ পানে তাকিয়ে থাকে মায়ের সাথে মিথ্যা বকেনা।
“গফুরের” হয়েছে বিয়ে অভাগী মনিরা তা মানল না,
পূর্ণিমা চাঁদ ছিলো প্রেমের সাক্ষী তার সাথে সে হাসে না।
গহীন চোখে কথা বলে, বুক ফাটায়, কেউ তো বুঝে না।

হাজারো কষ্ট, ব্যাথায় আলাদা শুধু অশ্রু কান্না,
বেদনাময়  দেখো বোবা কান্না, অগ্নি ঝরা কান্না।
লোকে দেখানো কাঁদা সহজ, কি যে কঠিন হৃদয় কাঁদা।


সখের মানুষ হারালে পরে রক্ত কান্না সবাই কাঁদে,
তিন বেলাতে ডাবল কাঁদে, তবু কান্না মিটবে না।
শব্দ ছাড়া কান্না তো এর আগে কেউ কাঁদে না।
বোবা কান্নায় হৃদয় ক্ষরণ কেউ যে তাহা দেখে না।