স্থবির আজ সকল শক্তি বিশ্বালয়ে দেখুন।
চারদিক আজ বাঁচাও শব্দ বলবান কে ভাবুন।।
সকল শক্তির বড় শক্তি দেখ “পতি” যে ধরার,
তার কাছে অন্য শক্তি তুচ্ছ, "আল্লাহু আকবার"।
কঠিন বীপদে মোসলিমে পাবে একটাই শক্তি,
এক “আল্লাহ” জিন্দাবাদ “আল্লাহ”  দিবে মুক্তি।


ইমাম! ইমাম! চৌদিকে একটা কলরব দেখ আজ,
মোসলমানের বিশ্বে আজিকে বাজিতেছে রাহু সাজ।
মুসলিম ভাবে “ইমাম মাহাদী” আসিবে কবে ভবে,
কবে পাঠাইবে “মালিক” তাহাকে মুসলিম চিনে নিবে।

তার পর শূন্য জমিনে জাগিবে কালিমা কেতন শুন,
ধরায় তখন আরব বসন্ত বিরাজ হবে যেন।

কঠিন বিপদে “আল্লাহ” দিবে ইমাম মাহাদী, জানো!
“আল্লাহ” ভয়ে মুক্তি মিলবে তাহা যদি তুমি মানো।