দুঃখ আমার পরম বন্ধু
নিত্যদিনই আসে।
বিদায় নেওয়া দুঃখরাও
মাঝে মাঝে ভাসে।
ভাবি এদের জীবন আছে?
কেমন নির্দয় এরা!
দেখার ছলে কেমন করে
ফের কাঁদিয়ে সারা!

কবিতার প্রাণ, কথা বলে
রোজ। করে ভীষণ খোঁজ।
রক্তে বাঁধা স্বজন যেন
কত চাষবাস রোজ।