ফুটন্ত ফুল ভাঙায় ভুল হলে,
ঝড়ে যায় নিয়ে যায় পথিক তুলে।
কোটি কোটি মাইল-আসিলো কেমন!
সূর্যের কিরণ আলোকিত ভূবন।
নিভে যায় হারায়ে যায় কোথায়?
আন্ধার আন্ধার, এমন সন্ধ্যায়।


কোন সে সোনার আশায় ছেলে আর বউ,
অসহায় বাবা মা দেখার নাই কভু কেউ।
শেফালির হাসি গিয়াছে ভাসি,
থর থর শীতে কাঁপে এই নিশি।
যে ফুল নিয়ে গেছে রেখে গেছে সূর,
সূরে সূরে কাঁদে মা বাজায়ে ব্যথার নূপুর।


আমাদের বাবারা, খেটে খেটে গড়ে,
বিলের মাঠে, রিক্সার পেঢেল মেরে।
আকাশ ভরা আশা থাকে মা'র মনি,
পান্তা আর ডাল ভাতে মিশে চোখের পানি।
তারপর একদিন, নিরাশার মরু পানে!


অভিশাপ দিতে গিয়ে,
দোয়া দেয় মা;  ভূয়ে।


সমুদ্রের ঢেউ আসে, ঢেউ ভাসে
আকাশের নিচে মনের বিষে।
গর্জন! অন্ধকার যেমন, ঝড়া শিশির
গিয়াছে মিশি মায়ের মনের 'পর।
আরশ কাঁপা চোখের পানি,
দেখিলো ভূবন, ভূবন খানি।


সবুজ ছাদের নিচে সবুজ ঘাসেরা,
হরিণ আর বাঘ বংশপরম্পরা।
আপনার ভাই, মন বনের হরিণ
জানেন তো ভাবি। একবার ভাবুন!