চারদিকে শুধুই অভাব,
শুদ্ধ মুক্ত বাতাস।
কাস্তে হাতে কৃষকের গান।
তাল পাতার হাত পাখা।
কালো কালো নৌকো, নিঃশেষ
হবে কিছু দিন পর।

চারদিকে শুধুই অভাব,
গাড়ি, বাড়ি, নারী।
মুকুট, চাকরি, কাস্তে, ভাতের
আর দুঃখ শব্দাভাব।
যশ, খ্যাতি, পারিশ্রমিকের
অভাব। গত সে প্রেম,

শুধু দুঃখের অভাব নাহি।