এ ভ্রমণ ছিল আমার নিজ পল্লী গাঁয়।
জোৎসনার আলোয় দেহ মেলিয়া দেখি তায়,
হাসনাহেনা তারার সাথে হাসিয়া কথা কয়।
হিংসুটে ঐ মেঘে কারিয়া নেয় চাঁদের আলো,
খানিক পরে হাসিয়া সাদা দুধে ভরে পল্লী।
খুব সকালে লাল তপনে দেখি একাত্তর
দেখি স্বপন, দেখি স্বাধীন এই মায়ের দেশ।



গাছের শাখে সূরে বেসূরে ডাকে কত যে পাখি,
উদাস হয়ে নানান দিকে তাকায় শুধু আখিঁ
ঘাসে শিশিরে জলাঞ্জলি তাহাতে সখা সখী
হাঁটিয়া যায় পিছু না চায় নিরালায় গুটি পা
শিশির গেলো টুঁটি, সূর্য আলো দিয়েছে উঁকি।


মাছ রাঙা এক শব্দে, বকেরা সারি বেধে
জেলেরা দল নেমেছে আজ মাছ শিকারে নদে
সবুজে আমি উদাস হয়ে পথ যে ভুলে যাই।
এ ভ্রমণ ছিল আমার নিজ পল্লী গাঁয়।