একটা ক্ষুধার্ত শহরে বাস করি
চারিদিকে শুধু খাই খাই ,খাই খাই
অথচ ফুটপাতে শুয়ে থাকা
অনাহারে হারভাঙ্গা মানুষের হাহাকার
শুনছে না কেউ ,
এদিকে ক্রেডিট কার্ডে কোটি টাকার সম্পদ রেখে
দালানের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েও
ওদের ক্ষুধা মিটছে না ।
কি লালসা !
মনে চায় অভিশাপ দিয়ে বসি,
দালান গুলো টুকরো টুকরো হয়ে যাক
ওরাও ফুটপাতে বসুক ,অনাহারে হাত পাতুক
ওদের বুক জুড়ে হাড়ভাঙা কষ্ট আসুক ।