অদ্ভুত সব সকালগুলো কাকভেজা বৃষ্টিতেও নির্লিপ্ত থাকে ভেজা কার্নিশের মত
অথচ কথা ছিল বৃষ্টি এলেই বেজে উঠবে শব্দের সুর, কবিতায়।
গতরাতে বিনম্র চাঁদ ঢেকে গিয়েছিল অনন্ত অশরীরী মেঘের আস্তরণে,
খেয়ালী সকালের প্রতিটি কফির চুমুকে নীরব মৌনতা, কে জানত?
বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা লুটোপুটি খায় মাতাল প্রেমিকের মত পিচঢালা কাব্যে।
প্রেমিকার উষ্ণ ঠোঁটে ছুঁয়ে যাবেনা আর বৃষ্টির মত ঝিরিঝিরি চুমুর মাতোয়ারা
অবিমিশ্র প্রেম রক্তাক্ত হবে স্বার্থের কামাতুর কাঁটায়, রক্তজবারা তাই রক্তাক্ত।
এখানে জমে আছে সীমাহীন অন্ধকার। আয়েশি প্রেমের বাস্পসুখ বিছানায়।
বৃষ্টিময় সকালতো গতরাত্রির নিশাচর আকুতিতে বিধৌত হবার প্রতিজ্ঞায় ছিল।
আনমনে খোলাচুলে ভেজা ভেজা সুখ পার্থিব বিপত্তিকে ঠেলে দিয়ে প্রেমে একাকার
কবিতার ভবিতব্য শব্দগুলো এমনি ছিল, ভাবনার প্রচ্ছদে আমাদের আলিঙ্গন।
অবিশ্বাসী মাংশল অনুভূতি তবু বারেবারে অন্ধ হয় ভ্রমে, আবার বৃষ্টি হবে।