এখানে নামে না রাত্রি অরূপ জ্যোৎস্নার মোমে
এখানে ফোটে নি ফুল রঙন লালের উজ্জীবনে
কেটে গেছে বহুকাল দূর হিমালয়ের আবক্ষ শীতলে
অথবা আমিও রয়েছি ঘুমায়ে শ্রান্ত কীর্তিনাশায়।
হিজলের বাকলে প্রেতায়িত বুনো অন্ধকার নামে
এখানে অশ্বত্থের ছায়ায় মন খারাপের অঙ্গীকার
শহুরে রাত্রির আলোয় ঝাঁপ দিলে, এ সব ছেড়ে-
মেতে ওঠে লালসার কামার্য মানবিক অবয়বে।
সেখানে লৌকিক সময়ের আব্রু জাগে বর্ণীল
আমাদের ক্ষতে ক্ষতে জমা হয় পান্ডু-পূঁজ প্রদাহ।
একটিবার ধর্মরাজ ভিক্ষা দিলে প্রাণ, জাগব আমিও
মহাকালে একটিবার ইন্দ্রজিত হবার লোভে,
নয়ত ধবধবে রিমের কাগজে কালো অক্ষরে লিখব
অসমাপ্ত এক গল্পের মুখবন্ধ, বাকি টুকু থাক।