অসার বোধের রুদ্ধ আর্তনাদে নিয়ত আস্ফালন
যেন সহস্র রজনীর অন্ধকার ধুয়ে নব প্রত্যুষের দাবী।
বধুয়ার লাল শাড়ি কিংবা সিঁথির লোহিত সিঁদুর
রক্তাক্ত আর্তিতে বর্ণীল হয় শোষিত যন্ত্রণায় ।
চোখের গহীনে সুপ্ত মুক্তির ছবি যে বড়ই অবাধ্য
অন্ধকার ঠিকরে বের হয়ে যেতে চায় আলোর সঙ্গমে
কতকাল অনন্ত ঘুমের ঘোরে শুনি মুক্তির দৃপ্ত আওয়াজ।
এরপর হোক জড়তার অবসান, মুক্ত ছন্দে বিজয়ানন্দে-
ঘুম ভেঙে দেখি অবাক চোখে তোমায় বাংলাদেশ।