কত প্রাণ কত গান কত কথা সব
অলস বিকেল গুলো ছড়ায়ে বিষাদ
স্ফীত হয় সহসা দহনেরই স্বাদ
ভুলে ভরা যাতনার ব্যর্থ কলরব।
গোধূলি জড়িয়ে কিছু ম্লান অনুভব
আঁধার ঘনিয়ে কালো আকাশের ছাদ
রাত্রির আবহে ভ্রমময় অনুনাদ
স্মৃতির খেয়ায় আজ সব কুশীলব।


কথা সব শুধু আজ ভ্রান্ত অভিমান
ছন্দেরা যায় ভেসে দূরে দূরে নীরবে
মৌন অন্ধকারে তুমি আজো বাধো গান।
আঁধারে হারাই আমি, প্রাণহীন  ভবে
স্বপ্নরা ঘুম যায়, নিঃশব্দ কলতান
আর কি পড়বে মনে থাকব না যবে!