রুদ্ধ সময়ে বারেবারে হোঁচট খাই ধুলোমাখা পথে
বিভ্রান্ত পথিকের মত হেঁটেছি যার ঊষর বুকে অবিরাম
পেছনে তাকালে পরে অস্পষ্ট ঝাপসা আলো এক।
এই বুঝি আমাকে বিদায় দিতে প্রস্তুত চেনা এক মুখ
শরীরে স্মৃতির গন্ধ মেখে হাত বাড়াই আঁকড়ে থাকতে
ক্রমশ ক্ষীণ হতে হতে বিন্দু আলোয় শেষ উপস্থিতিতে
একবার দাঁড়ালে। আমায় বললে ভুলে যেতে সব।
পরক্ষনে উত্তরের অপেক্ষায় না থেকে মহাকালের রুঢ় স্রোতে
অবিচল শৃঙ্খলের মোটা বেড়ি জড়িয়ে নিলে পায়ে।
আমিও সভ্যতার মোড়কে লালিত দায়িত্বশীল নাগরিক।
আঁধারের সাথে গড়ে নেই অবিচ্ছিন্ন স্বার্থপর আবাস এক।
কৃপণ আলোর অন্তঃপুরে চেনা এক মুখ তবু, তুমি ।