অনুরক্ত তাড়নে কম্পিত বক্ষতল তাহারে খোঁজে
অসীম হিন্দোলের উচ্ছ্বলিত প্রাণে, অনুরাগে
রাত্রির আঁধার ঝেড়ে কে যেন এক ভোর হয়ে এলো
বিবর্ণ ক্যানভাসে রঙের আঁচর এঁকে দেয় সহসা
কত রাত্রির গত হওয়া নৈশব্দে শব্দের বুননে
জীবন্ত সে এক ইপ্সা আর ঈর্ষার দুর্নিবার সত্ত্বায়।
বাসন্তী হিমে অসহ্য লালায়িত বাসনারা পাখা মেলে
ডানা ঝাঁপটায় চঞ্চল হয়ে, সফেদ মেঘ ধরবে বলে
মাঝে মাঝে বরষাও সিক্ত করে অভিমানের ঘ্রাণে।
বর্তমানের বক্ষে জমা পরে লোভ, লোভী হই তাই
চপল হেসে উষ্ণ চুমুর প্রত্যয়ী আলিঙ্গনে তুমিও হেসো।