বিভিন্ন ব্লগ কিংবা কয়েকটা সাময়িকীতে কিছু কবিতা বা কিছু প্রবন্ধ ছাড়া কবি হিসেবে তেমন কোন পরিচিতি নেই আমার। জন্ম ২৬ জুলাই, ১৯৮৭, ঢাকায়। বেড়ে ওঠার শুরুটা মুন্সিগঙ্গে, কৈশোর কেটেছে নিজ জেলা শরীয়তপুরের জাজিরা থানায়।ওখান থেকে মাধ্যমিক, পরে নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণিত শাস্ত্রে স্নাতক সহ স্নাতকোত্তর শেষে চাকরী জীবন শুরু একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে। এরপর শিক্ষকতা ছেড়ে বর্তমানে ব্যস্ত ব্যাংকার । কবিতা ভালো লাগে, কবিতা পড়তে ভালোবাসি, কবিতা নিয়ে ভাবি। মাঝে মাঝে লেখার চেষ্টা করি। শিক্ষাজীবনে স্কাউটিং, আবৃত্তি আর বিতর্ক এই ৩টি শিল্প ধারণ করেছি হৃদয়ে।


প্রকাশিত প্রথম কবিতার বই- 'প্রেম ও দ্রোহের শঙ্খনাদ'