জানি স্বার্থের দায়ভারের তথাকথিত সমাজ সংস্কারে
তোমার নগ্ন  দেহের বাকময় দোলা আজ লজ্জা।
তবু ঐ সরলা প্রাণের স্নিগ্ধ হাসি, তোমার শ্যামলা বক্ষে
উদোম প্রানচ্ছাসে কবিতা প্রাণ পায়, যৌনতা নয়।
তোমার এলো চুল, খানিক দুষ্ট বাতাসে
ওড়নার আকস্মিক বিচ্চুতি কিংবা মেদহীন কায়া ,
প্রশস্ত  নিতম্ব  সমাজের কাছে  কামনার গরল,
আর কবি সেথায় সুন্দরকে খুঁজে ফেরে কাব্য বুনে যায়-
কবিতায় জেগে ওঠে নারী তার মহিমান্বিত দৃঢ়তায়,
মুহূর্তেই  সৃষ্টির চিরন্তনী বাস্তবতায়।
যেন শত কোটি বর্ষী এই পৃথিবী তার জীর্ণ বসন ছেড়ে
সুডৌল স্তনের  ষোড়শীর মত
দর্পে হেঁটে যায় আপন উদ্ভাসে,
স্বার্থবাদ আর লালসার খোলস ভেঙ্গে সময়ের খেয়ায়,
কবিতার শব্দাবলীতে, ছন্দে ছন্দে।