রৌদ্র ছিল তবু উৎশৃঙ্খল হইনি তার তপ্ত তেজে,
জ্যোৎস্না ছিল তবু স্নিগ্ধতায় আশা বাঁধিনি প্রেমাঞ্জলির।
মুঠো মুঠো স্বপ্ন ছিল পকেটে,
কখনো সময়ের ধৃষ্টতায় বাধ সাধে নি বাস্তব হয়ে ডানা মেলবার।


রাবিন্দ্রিক ছন্দ নিত্যকার -
'সময় কোথায় সময় নষ্ট করবার'
আমি আজ বধির শ্রোতার মতো নির্বিকার,
গ্লানি আর থিতু হওয়া মানসিকতার দায়ভার।


স্বপ্ন এখানে বিলাসময় আবেগের ভ্রান্তি,
লাল লাল আবেগ গুলো স্মৃতির গায়ে লেপ্টে আছে
থোকা থোকা থেঁতলানো পিষ্ট কৃষ্ণচূড়ার মতো।


ঝরা পাতার বিবর্ণ দুঃখ জমে হৃদ-অঙ্গনে,
অন্ধকার এখানে ক্লেদাক্ত প্রেরণা, নির্মম ছন্দহীন পদাঘাত
কবিতার বুকে, ধেয়ে আসে বিষণ্ণ আধার অমোঘ প্রেরণা হয়ে
নিজেকে ম্লান করে দেয়ার নিষ্ঠুর অভিপ্রায়ে মগ্ন হই,
জীবনকে বঝার মতো বইতে হয় সময়ের স্রোতে,
ক্লান্তি নিয়ে।