আমি দ্রোণাচার্য কিংবা অগ্নিদেবকে দেখিনি,
দেখিনি ইন্দ্রের মহাশক্তি  
কিংবা পাইনি কখনো অপরাজেয়
কোনো দিব্য গাণ্ডীব ধনুক ।
পেয়েছি কেবল মুক্তির শানিত অস্ত্র
তথা  সত্য অনুসন্ধানী যুক্তি
প্রাপ্তি মম তব কৃপা তরে,
এ সত্য বসুধা জানুক।


দিকে দিকে আজি ধ্বনিত হোক
তোমারি মহিমা কীর্তি
যুগে যুগে আজ রচিত হোক
তোমার অমর নাম,
তুমি মহতি , আরাধ্য তুমি ,
মনুষ্য দেবমূর্তি
চিত্তে আমার দেবস্তুতি,
গুরু তোমায় প্রণাম।


উৎসর্গঃ আমার বিতর্কের গুরু আবদুল্লাহ আহমেদ চৌধুরী মামুনকে যার দীক্ষায় দীক্ষিত হয়ে আমার কণ্ঠ, শব্দ, চেতনা যুক্তি দ্বারা শানিত হয়েছে ।