অঝরে ঝরে বিপ্লবীর বুকের তাজা রক্ত
শোষণের পিশাচ তখন উল্লাস করে
বিপ্লবীর কর্তিত করোটি ভরে করে
রক্ত সুধা পান।
ঘুম পাড়ানী গানের কপট মায়ায় নির্বিকার হয়
সমাজ- সভ্যতা আর বোধ।
আর্তের মতো গোঙ্গানি শুনি প্রেমের
এখানে প্রেমিকের চুম্বনের পর
সমাজ ওই ঠোঁটে ঢেলে দেয়
অস্পৃশ্য পাপের হেমলক।
এখানে প্রেয়সীর উদোম দেহে
ঢেউ তোলা স্তন স্পর্শের উন্মাদনা অশুচি।।
সমাজপতিদের জিভকাটা লজ্জা
আর গ্লানিতে আড়ষ্ট।


আর বিকট রাত্রির গুমোটে  ওরাই আবার
ভাজ্ঞাহত দেহস্রমিকের মাংসল নিতম্বের দোলায়
সমাজের বুকে গেঁথে দেয় অসহায় আর বঞ্চিত ভ্রূণ,
সূর্যদেবের জাগরণে যার নাম জারজ পাপ


সাম্যের স্বপ্নে অধির পথিকের পায়ে
ওরা বেঁধে দেয় স্থবিরতার শৃঙ্খল,
কবিতার গায়ে অশ্লীলতার দায় চেপে
কবিকে করে অচ্ছুত,
দ্রোহ আর প্রেম এখানে নিষিদ্ধ।


দ্রোহের বিপরীতে বুলেট আর প্রেমের বিপরীতে
সাম্প্রদায়িক ক্রুদ্ধ চোখ।
পত্রিকার বুকে ক্রমেই জমে ওঠা বঞ্চনা
ওদের চখে বিচ্ছিন্ন ঘটনা।
শোষিতের রক্ত চুষে ফুলে ওঠা শোষক
এখানে সমাজপতি।