আজন্ম পাপের বিকট মুখবয়বের  
প্রলয় হুঙ্কারে বিপন্ন বোধ.
অনন্ত রাত্রির মত যাপিত জীবন.
কখনো বা স্ফীত হয়ে আসে
নৈরাশ্যের দুরন্ত ডানা.
একদা কোনো পৌষের রাতে জড়তার বিসর্জনে
যে চেতনায় পাখা মেলত বিপ্লবের উত্তাপ
আজ নিথর রাতের নির্বিকার চাদরে ঢাকা
এই চেতনার মৃত কায়া-
নিবীর্যতায় লাশ কাটা ঘরে।


রাত জাগা চোখে আর জেগে ওঠে না
অজস্র মুক্তিকামী মানুষের মুক্তির আর্তনাদ.
আগামী দিনের স্বার্থ অন্বেষণে  চোখ
খুঁজে নেয় দায়মুক্ত ছুঁচো জীবন ।