ছিল নাহি মোর রাশি রাশি সোনা কড়ি
দুয়ারে আমার নিত্য অসীম অভাব
ছিল শুধু মম স্বপ্ন- আকাশ নীলাভ
আজি রিক্ত হাহাকারে এ চিত্ত আমারি।
জানি স্বপ্ন হেথা বিলাসিতা আহামরি
বঞ্চনা ও শূন্যতায় মন সয়লাব
দুঃখ গ্লানিই আজি সঞ্চিত আসবাব,
তিমির ঘুচিয়ে জাগবেকি বিভাবরী!


সঞ্চিত রত্ন নাহি, আছে স্বপ্ন বিলাস
খ্রিষ্টের মান মেলেনিকো কভু আমার
রুক্ষ চিত্তে ব্যাথা আর শূন্যতার বাস।
সান্ত্বনা খুঁজি- কেটে যাবে সব আঁধার
বিলাসিতা তবু স্বপ্নই মম নিঃশ্বাস
আসবে ঐ সুদিন, স্বপ্ন গড়ি আবার।