ইচ্ছের নুয়ে পরা স্বপ্নহীন আচ্ছাদনে আড়ষ্ট দিনাতিপাত
কখনো চৈতালি হাওয়ায় উড়ে আসা স্মৃতিদের নিত্য প্রভঞ্জন,
আহত কামনায় হাত বাড়াই, নিয়ত প্রতারিত হই মোহের ছলনায়।
ভালোবাসা কিংবা দ্রোহ আজ সময়ের অতীত।
আবদ্ধ আঙ্গিনার পরাধীনতায় আজ শিতাতপ নিয়ন্ত্রিত স্বস্তিই সান্তনা।
ডায়েরি নয়, কলম নয়, তাই কবিও নই আজ।
কীবোর্ড আর মনিটর সামনে রেখে স্রেফ যন্ত্রমানব।
নীলাভ বিকেলে মৃদু হাওয়ায় হেঁটে যাওয়া সেই চৌরঙ্গীর মোহনা,
উশ্রিংখল বাতাসে সরে যাওয়া ওড়নায় তোমার অপ্রস্তুত সলজ্জ চাহনি
আজ কেবল সময়ের তোরণে ভিড়  জমানো স্মৃতির বিলাপ।
এক চুমুক তুমি আর এক ঢোঁক অতীত,
ভালোবাসা আর অপরাধবোধে মিলে মিশে একাকার।
আড়ষ্ট বর্তমান আজ কেবলি উত্তর খুঁজে ফেরে-
হারিয়ে যাওয়া তোমাকে , সময়ের ব্যবধানে।