ইদানিং কবিতার আসরে ও তারুণ্যের ব্লগে বেশ কিছু নতুন কবির আগমন লক্ষ্য করছি যারা কোনো কবিতাই পোস্ট করছেন না। স্রেফ ২/১ টা দায়সারা মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন। এমনকি কিছু লেখক আবার ফাচুকি কিছু লেখা ছুঁড়ে দিচ্ছেন ব্লগে যেসবের গভীরতা আর ভিত্তি শূন্যের কোটায়। এতে করে আসর কিংবা ব্লগের পরিবেশ নষ্ট হয়। আমি উদাহরণ দিয়ে দেখালাম না। তবে অ্যাডমিনের প্রতি আবেদন থাকবে, এমন একটা নিয়ম থাকা দরকার যে কোন কবি যদি আসরে বা ব্লগে নতুন যোগ দিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোন পোস্ট না দেয় অথবা অনাহুত পোস্ট দেয় তবে তার পোস্ট তথা সদস্যতা প্রত্যাহার করা হবে।
সর্বোপরি এমন উন্নত একটি আসর বা ব্লগের মানটি চির সমুন্নত দেখতে চাই।