বিবেকটা লুণ্ঠিত
স্বপ্নরা কুণ্ঠিত
লিখে যায় সব ভাষা
প্রযত্নে হতাশা-
কবে হবে ভোর
কাটবে ঘুমঘোর!
জাগবে নতুন প্রভাত
বিদায় কাল রাত।
উত্তর খুঁজে ফিরি
জাগবে কি বিভাবরী,
দেখবো কি নতুন স্বপন
আসবে কি আশার প্লাবন?
সব ছেড়ে নয়তো
চলে যাব হয়তো
নিরাশার আঁধার গহীনে
শুধু আশা বিনে।