সেই তো সেদিন ভোরবেলাতে
হাতটি তোমার রাখলে হাতে
বিলিয়ে দিলে সুখের পরশ
হাসির ধারা ওষ্ঠে সরস।


স্নিগ্ধ দৃষ্টি, অম্নান মুখ
চিত্ত মাঝে ছড়াইত সুখ
চপলাচপল তোমার নৃত্য
বাজায় বুকে ছন্দ নিত্ত।


অভিমানে যবে আড়ষ্ট হও
রোদন মম শুনতে কি পাও
দৃষ্টি গভীরে যাই হারিয়ে
প্রেমের সুর তুলি হে প্রিয়ে।


সাঁঝের বেলায় চুরি যাওয়া আলো
তোমার ছোঁয়ায় সজীব হল
মৌন ধরা প্রান ফিরে পায়
শেষ বিকেলের আলোর ধারায়।


তোমার চুলের মাতাল ঘ্রানে
প্রেমের দোলা লাগে এ প্রাণে।
নিটোল বক্ষে এ দৃষ্টি গাঁথে
রাঙ্গা হও তুমি সলাজ আভাতে।


এলো চুল যবে ওড়ে সমীরে
আমার হৃদয় যায় ফিরে ফিরে
উষ্ণ অধর মাতাল ছোঁয়ায়
ব্যকুল এ মন যায় ছুটে যায়।