মুখ বুজে রই       চুপ করে সই
     শত শত সব লাঞ্ছনা
দেশ আমার এই   লেশটিও নেই,
     ক্ষমতার প্রবঞ্চনা।  


রক্ত দামে       প্রাণ নিলামে
      এল প্রাণের মুক্তি
শাসন শোষণ    পুষ্ট ভোজন
    মহাজন করে চুক্তি।


আমরা শ্রমিক     পাই শত ধিক
       নোংরা গায়ের ঘাম
আজ  রাজাগণ       তুষ্ট ভীষণ
       সুখক্ষণ অবিরাম।


আমার ঘামে       রক্ত দামে
     ক্রীত যে স্বাধীনতা  
আমার হাড়ে      প্রাসাদ গড়ে
  মোর অধিকারে মৌনতা।


আমার থালায়      অন্ন হেলায়
      রাজার থলেটি পূর্ণ।
শোন হে তবে     প্রজারাই রবে  
     হবে তুমি রাজা চূর্ণ।


( স্বরবৃত্ত ছন্দ )