অবিরাম অনিমেষ সয়ে যায় প্রাণ
কিছু শোক যাতনা, কিছু অভিমান
সময় চলেছে বয়ে আপন ধারায়
সহসা এ তনুমন অকুলে হারায় ।
কিছু স্মৃতি কিছু কথা কিছু কিছু ভুল
দোলা দেই আজো প্রাণে, শোধিতে মাশুল।
তবু হায় কাননেতে মৃত ফুল ঝরে
চাঁদ কবে গেছে ডুবে অমানিশা পরে।
কুঞ্চিত ইচ্ছায় ভয় দেয় হানা,
ওঁত পেতে পরাজয়, গ্লানির বাহানা।
ব্যথাতুর মন কাঁদে বিরহের সুরে
তীর ভাঙ্গা ঢেউ বহে মম বুক জুড়ে।
কোন সে কবেকার ফেলে আসা গান
চাপা পরে বেদনায়, দুঃখে হয় ম্লান।