কবি আরিফ নীলের "যামিনীর লিপিকর" কবিতাটি আজ চোখে পড়লো। অসাধারণ মুগ্ধতা নিয়ে দুইবার পড়লাম। তিমির রাত্রির দুর্দান্ত বর্ণনা সত্যিই চমৎকার ছিল। সেই সাথে কবিতার মুক্ষ চরিত্র "তরুণ"এর বোধ, বিষণ্ণতা, আশা, বিস্মৃতি দারুণ শব্দচয়নে ও ভাবে জীবন্ত ভাবে ফুটে উঠেছে। যে শহরে সোডিয়াম জ্বেলে জেগে ওঠে ভোর তাতে প্রাকৃতিকতার চেয়ে কৃত্রিমতাই বেশি , নৈরাশ্যের উপস্থিতি সেখানে। কত শত যাতনা আর কাতরতা জমে থাকে সেই রাত্রির মেকি আলোর আড়ালে। তবু সে তরুণ হয়তো আশার আলো খুঁজে ফিরে পার করতে চায় রাত্রি। কবিতার শেষটা কিছুটা দুর্বোধ্য তবে অপত্যের আড়ালে সমাজে অবহেলিত কোন নবজাতকের কথাই হয়তো তুলে ধরা হয়েছে যার ভাগ্যলিপি গেথে আছে শহুরে রাত্রির অন্ধকারে। অসাধারণ স্নদর শব্দে আর ভাবে নির্মিত কবিতাটি পরে আসলেই অনেক তৃপ্ত হলাম।


কবির প্রতি অনুরোধ, পাঠকদের মন্তব্য করার সুযোগ দিন। আসরটি আমাদের কবিদের একটি শেখার তীর্থালয়। মন্তব্যে উত্তরে প্রত্যুত্তরে দুর্বোধ্য কিছুও হয়তো পাঠোদ্ধার হবে। এত সুন্দর সৃষ্টির স্তুতি থেকে পাঠকদের বঞ্চিত করছেন কেন কবি?