জানি তবু ক্রমেই নিঃশেষ হয়ে চেতনার অঙ্গার
পড়ে রবে হেলায় সময়ের মলিন এক কোণে
অজস্র শব্দের আহত স্বর স্তব্ধতা ভেঙ্গেছে ঠিকই-
প্রাণে নয় অভিমানে, অনিয়ন্ত্রিত নীল যাতনায়।
শহরের তপ্ত হাওয়ায় স্বপ্ন নয়,
বিক্ষিপ্ত উড়ে বেড়ায় ভ্রান্তির কুহক ।
অবশিষ্ট কিছু নর্দমায় ডুবন্ত,
নয়ত শত শত পায়ের আঘাতে পিষ্ট
কোন আধপোড়া সিগারেট,
ভ্রান্তির আবেশে শব্দহীন নির্বাক।
পিশাচের আড়ম্বরে তাণ্ডব ধ্বংসের উত্তাল নৃত্য।
অগত্যা নিরুপায় পৃথিবী বয়ে বেড়ায় বিপন্ন সময়,
ভ্রমে আর ভ্রান্তিতে সংগ্রামের সমাধিতে কালের শ্যাওলা,
সান্ত্বনাই হয়তো আজ সহনের বিরল শক্তি।
হায় হেক্টর, হায় একিলিস।
দ্বন্দ্বে দ্বন্দ্বে বীরের হয় যবনিকা, নীরবে
সাক্ষ্য দিয়ে যায় অডিসি, আজ যার শেষটাও জয়ে নয়।
নিভৃত সত্ত্বায় সান্ত্বনা খোঁজে নিয়ত পরাজয়ের ।