আর কত রক্ত চাই?
রক্তখুনে তৃষ্ণা মেটাও
পিশাচ উল্লাসে উপভোগ কর
রক্তস্নাত ঘৃণ্য অবগুণ্ঠন।
এতেই তোমার সভ্যতার রক্ষন!
শত শত লাশের গলিত স্তুপে দাঁড়িয়ে
চিৎকার করে জয়ের নিশান ওড়াও।
অসহায়ের ছিন্ন মস্তকে তোমার শৌর্য!

রক্ত পিপাসু তুমি,
পান কর যন্ত্রণাকাতর মৃতপ্রায়
মনুষ্য দেহ থেকে গলগল গড়িয়ে যাওয়া শোণিত।
আর কত রক্ত চাই তোমার?
আর কত ছিন্ন মস্তক
তোমার শৌর্যকে করবে বীর্যবান!
আর কত তাজা প্রাণের নিথর নিমজ্জনে
রক্ষিত হবে তোমার চর্চিত আদর্শ ?


কবিতার অক্ষরে অক্ষরে আজ
ছোপ ছোপ রক্ত, প্রেমিকের বুকে জমা
লাল লাল রক্ত, আপামর মানুষের দেহে
ধারিত শেষ সম্বল যে রক্ত
সব তোমার লোভাতুর
জিভের আহার হবার প্রতীক্ষায়।


তোমার সভ্যতা রঙিন করতে
আর কত লাল দরকার?
জেনে রেখো রক্তিম সূর্য এখনো
উদয়ের প্রতীক্ষায়।
যেদিন তোমার সব পৈশাচিকতা
ভস্ম হবে অরুন তেজে।
রক্ত চাও তো নাও,
তৃষ্ণা মিটিয়ে তৃপ্ত হও।
নিজেরই ধ্বংসের প্রতীক্ষায় থেকো ।
তোমার রক্তেই রঙিন হবে বসুন্ধরা ।