অগত্যা নির্বোধ সময়ের ধৃষ্টতায় ভ্রষ্ট বর্তমান
কিছু কিছু স্মৃতি, কিছু যাতনা বোধহীন ছিল।
প্রমোদ সময়ের ক্ষণ কবেই হয়েছে স্মৃতি
অতীতের অতলান্তে গভীর নিমজ্জনে।
পড়ে রয় হেলায় আহত বর্তমান আর দগ্ধ কিছু বাস্তব।
বিষণ্ণ পৃথিবীর নীরব সাক্ষী হয়ে অনির্বান দগ্ধ সে।
ঢেউহীন নদীর অদৃশ্য স্রোতে পাড় ভাঙ্গা তীর নিয়ে
নির্বিকার প্রতীক্ষারত- বিলীনের।


খোলা চুলের দুরন্ত উদ্দীপনা আর স্বচ্ছ জলের মত  
স্নিগ্ধ হাসি স্মৃতির প্রচ্ছদে জড়, নির্বাক ঢের।
শাশ্বত মহাকালের বুক থেকে একমুঠো সময় ছিনিয়ে
বর্তমানের বুকে গেঁথে দেয়া যেত  যদি ।


বিজয়িনীর হাসিতে উল্লাসিত হতে তুমি,
আমিও জয়ের উন্মাদনায় সপ্ত রঙের তুলি নাচাতাম
সময়ের ক্যানভাসে, বিষাদের আবহ সঙ্গীত সুর বদলে
সৃষ্টি করত প্রেমের তান। বিষাদে নয়,
যদি আবার দগ্ধ হতাম তোমার প্রেমের স্পর্শে!


সেতো সব দুর্লভ অলীক বিলাস, ভ্রান্তির কুহক আজ।
আজ হৃদয়ের বিরস সুরে বয়ে চলে সময়,
তোমাহীন অভ্যস্ততায় , কালান্তরে।