অন্ধকার ঘরে তোমার হাসিমাখা ছবিটায় পুষ্পমাল্য গাঁথা।
ধুলোর আঁচ পড়তে দেই নি আজও।
পুরো ঘরে অন্ধকার হলেও
তোমায় আলোকিত করে রেখেছি।
ছবির চারপাশে মোমবাতির আলপনা,
ফুলের ছড়ানো স্রোত,
আগর বাতির ঘ্রাণ আর
তোমার গল্পের বইগুলো।
সব কটা তুমি যেমন চেয়েছিলে ঠিক তেমনই রাখা আছে।
কিছুতে অবহেলার ছাপ পড়তে দেই নি।
কিচ্ছু অপূর্ণ রাখিনি।
যা যা বলেছিলে সবটাই
দিয়েছি ছবির পাশে সাজিয়ে।


তোমার মুক্তাঝরা হাসিটা এখনো
চাঁদের আলোর মতো উজ্জ্বল আর অপূর্বই রয়ে গেছে।
একটুও বদলায়নি যেন!
তোমার গুছানো আলমারিটা আগের মতোই আছে।
তোমার স্পর্শ খুঁজে পাই তোমার গুছানো কাপড়ের ভাঁজে।
আমার ভালোবাসাও আগের মতোই আছে।
একটুও কমতে দেই নি জানো!


নেই শুধু তুমি,নেই শুধু আমার তুমি।
তুমি নেই,আমাই একা ছেড়ে চলে গেছো,
চুপচাপ হয়ে ওই ছবির ফ্রেমে বন্দি হয়ে চেয়ে আছো।
আর আমি একা অন্ধকারে!
তুমি তোমার স্মৃতির শিকলে বন্দি করে গেছো।


তবে তোমার স্পর্শ,তোমার স্মৃতি,তোমার ছবি,
তোমার সাথে কাটানো জীবনের প্রতিটা মুহূর্ত
ছায়া হয়ে আছে আমার পাশে।
সবটুকু বুকে আগলে এভাবে বেঁচে আছি।


অবসাদের দিন গুনছি।
অপেক্ষায় থেকো আমার।
জীবনবাতি নিভে গেলে দেখা হবে দুজনার।