তোমার হাত ধরে এসেছি এ ঘরে।
রাখবে তো আমায় তুমি তোমার দেয়া প্রতিশ্রুতি গুলোর মতো?
নাকি শুধুই রান্না ঘরের সঙ্গী করে ভুলে যাবে সব কটা প্রতিশ্রুতি।


তোমার হাত ধরে বিশ্বাসকে সাথে করে এসেছি তোমার কাছে।
করবে তো আমার জীবনটাকে গুছানো বইগুলোর মতো করে।
নাকি জীবনটা চেয়ারে পড়ে থাকা অগোছালো
কাপড়গুলোর মতো হবে?


বলো! ভয় হচ্ছে?


তোমার ভালোবাসায় ঘেরা সবচেয়ে প্রিয়
ওই পুরনো ঘড়িটার মতো বাসবে-তো ভালো আমাকে?
নাকি কোণায় পড়ে থাকা পুরনো ব্যাগটার মতো... ... ...


ভালবেসে করেছি তোমায় বিয়ে।
তাই তোমাকে বিশ্বাস করে আজ
তোমার হাতটি ধরে বউ হয়ে এসেছি
অচেনা তোমার এ ঘরে।
বিয়ের দু'দিন আগে আমায় যে কথা দিয়েছিলে,
রাখতে পারবে তো সেসব কথা?
নাকি ছেঁড়া খাতার পাতা মতোর
কথাগুলোকে উড়িয়ে দিবে?


আজ কেন এতো চুপ করে আছো!
আমার কথায় বিষাদ লাগছে, তাইনা?
ভাবছো আমি এসব কেনইবা বলছি!


জানো কবুল বলার পর থেকে তুমিই আমার সব!
বাকিটা বুঝে নিও কতটা আপন করে নিয়েছি তোমাকে।
সময় দিলাম, না হয় ভেবে চিন্তে জবাব দিও।
ভয় নেই কখনো ছেড়ে যাবো না।
তবে কথার এদিকওদিক হলে অভিমান হবে খুব।
আগে থেকে বলে দিলেম মনের সব কটা কথা,
পরে যেন পেতে না হয় হৃক্তের ব্যথা।


জীবনটা করো গড়ো গুছানো বইয়ের  মতো।
ভালবেসো আমায় প্রিয় ঘড়িটার মতো।
অকারণে আমায় কষ্ট দিও না।
আগে থেকে বলে রাখলাম সব কটা ইচ্ছের কথা।
মনে রেখো, সদা মনে রেখো।
কভু ভুলে যেওনা।