সমুদ্রের পাড়ে বসে আবার কোন এক সন্ধ্যাবেলা
আমরা সূর্য ডুবি দেখবো।
তখন চাঁদ মামার ঘুম ভাঙলে
একগাল হাসি দিয়ে বলবে
তোমারা আজও একসাথে আছো?
তখন আমাদের উত্তর থাকবে এ বাধন জন্ম-জন্মান্তরের।
বাতাসে ক্লিপের ফাঁকে বেরিয়ে আসা চুলগুলো
আমার মুখের উপর এসে বার বার আমাকে যখন জ্বালাতন করবে।
তুমি মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে তাকাবে মায়াবী নজরে।
তখন আমি লজ্জা পেয়ে যাবো।
মিষ্টি হেসে শান্ত চোখে দেখবো
তোমার চোখে আমার প্রতি রাখা সম্মান আর ভালোবাসা।
সেদিন তোমার কাঁধে মাথা রেখে শুনবো
বাতাস,সমুদ্রের ঢেউ, চাঁদ,তারারা মিলে
যে গান গাইবে সে সব গান।
আমারও ইচ্ছে করবে গান গাইতে।
তুমি আর আমি মিলে সেদিন গাইবো
রবীন্দ্র সংগীতঃ
ভালোবাসি, ভালোবাসি।
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়,
বাজায় বাঁশি।
ভালোবাসি ভালোবাসি।