আমি লজ্জিত, আমি সংকীত, আমি ভীত,
সমাজের কিছু মানুষরুপী কুলাঙ্গারের হাতে,
ধর্ষিত সমাজ, ধর্ষিত মানবতা,
এগুলো দেখার কি কেউ নেই?
এমনকি নিশ্চুপ ঐ বিধাতা !      


ধর্ষিত সমাজের আর্তচিৎকারে ভারী হচ্ছে বায়ুমন্ডল
আমরা প্রজারা অসহায়
দেখেও না দেখার ভান করে মুখে কুলুপ এঁটে
নতজানু হয়ে পথ চলি, পাছে নির্যাতনের ভয়-
এই অপরাধের নিরব সাক্ষী আমার চোখ,
তাই লজ্জিত আমি লজ্জায় ঢাকি আপন মুখ।


রাজার দেয়া ত্রানের,চাল, ডাল, তেল এগুলো কোথায়?
বলব কোথায়?
যারা মানবতাকে ধর্ষণ করে ঐ ধর্ষকের শোবার ঘরে....
              মাটির তলে চালের আড়ৎ
              খাটের তলে তেলের খনি
অসহায় খেটে খাওয়া মানুষের জঠরে পদাঘাত করে
মুখের খাবার কেড়ে নিয়ে অট্টালিকা বানায়.........
আবার নির্লজ্জ বেহায়ার মত ভদ্রতার মুখোশে
মুখ ঢেকে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়,
ইচ্ছে করে জুতা খুলে মারি
শালাদের কানের গোড়ায় ।।