চিরদুখী তুমি, নির্বোধ আমি,
দেইনি তোমায় দাম।
শোধ হবে কি তোমার ঋণ,
কাটলে গায়ের চাম?


সংসার নামের গোলক ধাঁধায়,
হাড় মাংস করে এক,
কেমন করে করেছ বড়
বোঝেনা মোর নির্বোধ বিবেক।


মুখে অন্ন তুলতে মোদের
দৌড়েছ সকাল দুপুর রাত্র,
জীবন সায়ন্হে এসে তোমার
পা দুটি আজ অবাধ্য।


সুস্থ হয়ে ফিরে আস 'মা'
আলোকিত কর আমার ঘর,
তুমি ছাড়া এই দুনিয়ায়
সবাই আমার পর।


তুলে দুই হাত দোয়া করি 'মা'
খোদার দরবারে,
খোদা যেন আমার হায়াত
তোমায় দান করে।