তুমি ফিরে এসো
ফিরে এসো নন্দিনী,
তোমাকে ফিরতেই হবে
হয়তবা মেঘলা দুপুরে;
নয়ত শ্রাবণের বৃষ্টিতে
কিংবা আশ্বিনের
কোন এক জোৎস্নারাতে।
তোমাকে ফিরে আসতেই হবে
ফিরে এসো আমার নন্দিনী।


একি মানব জন্ম!
কী রকম অবজ্ঞায় আমি
এতটা বছর ধুকে ধুকে
কেমন করে বেঁচে আছি,
তুমি তার কিছুই জান নি।
জানো নন্দিনী মাঝে মাঝে আমি
নিশি পাওয়া কামার্ত কুকুরের
মত জেগে থাকি, তোমার বিরহে
ক্ষুধার্ত সিংহের মত আমি গর্জাতে থাকি।
আমি ভূত দেখার মত হঠাৎ হঠাৎ চমকে উঠি!
অন্ধের মত শুধু তোমাকে খুঁজি,
শুধু তোমাকেই খুঁজি,
প্লীজ নন্দিনী ; আমি কেবল তোমাকে
কেবল তোমাকেই বুঝি।
তুমি ফিরে এসো
ফিরে এসো আমার নন্দিনী।


বল কী এমন নিষিদ্ধ পাপ
বল কারইবা এমন অভিশাপ।
পূণ্যে পূণ্যে আমাকে জাগিয়ে তোল
অভিশাপে অভিশাপে জর্জরিত কর।
আমার আজন্ম নষ্ট পাপের
প্রায়শ্চিত্তে পুড়ে পুড়ে; নন্দিত নরক
দু'পায়ে দলে দলে
নিন্দুকের মুখে থু থু মেরে,
তুমি ফিরে এসো
ফিরে এসো আমার নন্দিনী।


তোমাকে ফিরতেই হবে
হয়তবা শূণ্য শ্মশানে
নয়ত নিস্তদ্ধ কবরে,
কিংবা পৌষের
কোন এক কুয়াশাচ্ছন্ন ভোরে।
তুমি ফিরে এসো
ফিরে এসো আমার নন্দিনী।